ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, গত ৪ মে রাতে নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের বড় গোল্লা এলাকায় চার্লস জনি ত্রæজ (৩৯) এর বসত বাড়িতে ডাকাতি সংঘটিত করে। পরবর্তী সময়ে চার্লস জনির করার মামলার ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে, ওই ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছেন। এসময় ডাকাতি কাজে ব্যবহারকৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাত চক্রের পাঁচ সদস্যরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার সুরুপদিয়া এলাকার মো. ইউসুফ মাতবরের ছেলে মো. শফিকুল ইসলাম (২০) খলিল শেখের ছেলে সুমন শেখ (২৩) মো. ওহাব শেখের ছেলে বাবুল শেখ (৩৬) রশিদ মাতবরের ছেলে সৈয়দ আলী মাতবর (২৭) মো. খোরশেদ মাতবরের স্ত্রী কমলা বেগম (৫৫)। গ্রেফকৃত বাবুল শেখের বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানায় মামলা আছে।
দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ বিষয়ে বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতগণ একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। এরা দিনের বেলা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন। আর রাতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে পুলিশ তথ্য পেয়েছে। সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহ জালাল, উপ-পরিদর্শক অজিত কুমার রায় উপস্থিত ছিলেন।