Search for:

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেন জাতীয় শোক দিবসকে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাংলাদেশকে আগামী ২০৪১ সালের উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে সকলের সহযোগিতার কোন বিকল্প নেই । তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী করে অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। সকল মতামত ও ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহ্বান জানান।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনা সভা, ল্যাপটপ, সেলাই মেশিন ও খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বঙ্গবন্ধু, বঙ্গমাতা , বন্ধু শেখ কামাল সহ বঙ্গবন্ধুর পরিবারের সাথে তার সম্পর্ক ও পারিবারিক স্মৃতির কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। হাজারো স্মৃতি রয়েছে। আজ বলে শেষ করতে পারবো না । তাদের মধ্যে স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর পূর্বে‌ উপজেলা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানান

ছবি- আবাবিল

উপস্থিতি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লাবণ্য ভুইয়া, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আনারকলি পুতুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সহ-সভাপতি অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর সিকদার , উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ঢাকা দক্ষিণের তাঁতী লীগের নেতা মুশফিকুর রহমান, ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক দোহার- নবাবগঞ্জ কলেজের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!