- সারা বিশ্বের মতো ঢাকার নবাবগঞ্জের শোল্লা ব্লাড পয়েন্ট এর র্যালি করেন রক্ত দান কারিরা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ
আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্বে প্রতি বছর এদিনে পালিত হয় দিবসটি। যারা জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের উৎসাহ দিতেই দিবসটির সূচনা। ২০০৪ সালে দিবসটি প্রথম পালিত হয়েছিল। ২০০৫ সাল থেকে প্রতিবছর এদিনটি পালিত হচ্ছে।
সেই সাথে ধন্যবাদ জানাই এইদিনে জন্ম নেয়া বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারকে। এই নোবেল জয়ী বিজ্ঞানী আবষ্কিার করছেলিনে রক্তরে গ্রুপ ‘এ, বি ও,এবি।
কার্ল ল্যান্ডস্টেইনার (১৮৬৮-১৯৪৩) : অস্ট্রিয়ান বংশোদূত বিজ্ঞানী যিনি মূল রক্তের গোষ্ঠীগুলি আবিষ্কার করেছিলেন (এ, বি, ও)। ১৪ ই জুন, ১৯০১ সালে তিনি এই গ্রাউন্ড ব্রেকিং আবিষ্কার করেছিলেন এবং প্রথম বার প্রমাণ করলেন যে একই গ্রুপ থেকে রক্ত সঞ্চয়ে কোনও ক্ষতি নেই। এরপরেই তার দুই সহযোগী আলফ্রেড ভন ডেকাষ্টেলো আর আদ্রিয়ানো স্ট্রুলি AB গ্রুপটি শনাক্ত করেন।