জাতীয় পার্টির সাথে সংঘাত প্রসঙ্গে ‘আলোচনা ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
স্টাফ রিপোর্টার:আরিফ
শুক্রবার সকালে জাতীয় পার্টির বনানী অফিসে করা এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্ধ্যার দিকে একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এলে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে জাতীয় পার্টিকে ‘জাতীয় বেইমান’ উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এর পরপরই আরও একটি মিছিল এসে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ভবনের সামনে হুসেইন মুহাম্মদ এরশাদের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে এবং স্প্রে দিয়ে দেয়ালে ‘জাতীয় টয়লেট’ লিখে রাখা হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলছেন, ব্যক্তির কাজের দায় প্ল্যাটফর্ম নেবে না। জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিলের সিদ্ধান্ত নিয়ে নিজস্ব ফোরামে আলাপ না হওয়ার কথা জানাচ্ছে সদস্য সচিব আরিফ সোহেলও।