Search for:

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ রুহুল আমিন (২১) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

 

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণচোরাচালান হবে মর্মে বিশেষ তথ্য পায় বিজিবি। এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমান ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডুগডুগি বাজারে অবস্থান নেয়। এ সময় বিজিবি টহল দল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে গতিরোধ করলে রুহুল আমিন নামের ওই যুবক পালানোর চেষ্টা করে। পরে টহল দল তাকে ধাওয়া করে আটক করে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের হেড নাটের কভারের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দগুলো স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়েরসহ আটক আসামিকে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি সৌরভ কুমার দাস।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required