Search for:
  • Home/
  • নিজস্ব প্রতিনিধি খবর/
  • চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আহমেদ শরীফ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আহমেদ শরীফ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়ায় গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ ওই এলাকার মৃত বিশারত আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ও পূর্ব বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দার ও তার সঙ্গীরা আহমেদ শরীফ ও তার আত্নীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আহমেদ শরীফকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এতে ঘটনাস্থলেই আহমেদ শরীফ মারা যান।এছাড়া, এ ঘটনায় আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়।আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান দৈনিক সংবাদ পত্র ২৪ চুয়াডাঙ্গাকে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পারভেজ বকুল, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা সদ

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required