Search for:

বাবুল রহমান রবিন – গাইবান্ধা জেলা প্রতিনিধি

খাদ্য গুদাম থেকে ১’শ ১০মেট্রিকটন ধান ও চাল চুরি প্রমানিত হওয়ায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চাকুরীচ্যুত করে ৫২ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন খাদ্য বিভাগ। খাদ্য বিভাগের মহা পরিচালকের এক চিঠিতে এই আদেশ কার্য্যকর করতে বলা হয়েছে।

গাইবান্ধা জেলা খাদ্য জানায় ,২০১৮ সালের ৮ আগষ্ঠ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ছিলেন জিয়াউর রহমান। তিনি বোনারপাড়া খাদ্য গুদাম থেকে ৭৬ মেট্রিকটন চাল ও ২৪ মেট্রিকটন ধান চুরি করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন । এঘটনা জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগ থেকে গোডাউন সিলগালা করা হয়। পরে গোডাউনের ধান চাল হিসাব করে ওই পরিমান ধান চাল ঘাটতি পাওয়া যায়। ঘটনার দিন থেকে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান গোডাউনের চাবি রেখে পালিয়ে যান । পরে খাদ্য বিভাগের উচ্চ পর্যায়ের তদন্তে ১১০ মেট্রিকটন ধান ও চাল চুরি করে বিক্রি করার অপরাধে চলতি মাসে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে স্থায়ী বরখাস্ত করেন ও ৫২ লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দেন।

খাদ্য বিভাগের ডাইরেক্টর জেনারেল মজিবর রহমান এই আদেশ দেন বলে গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন ।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required