ঘোড়দৌড় দেখতে উৎসুক জনতার ঢল
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে ঢল নেমেছে হাজারো মানুষের। এ সময় মাতোয়ারা হয়ে ওঠে তারা। শিশু-কিশোরেরাও ছিল উচ্ছ্বসিত।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাদুল্লাপুরের নাগবাড়ী বাজার সংলগ্ন কৃষি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উৎসুক জনতা মাঠে ভিড় জমায়।
জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন – পরিষদের সদস্যসহ স্থানীয় লোকেরা। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী ফকির।
ঘোড়দৌড় প্রত্যক্ষ করে দেখা গেছে – গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ ছুটে আসে। মুহূর্তে গোটা এলাকাজুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে ক্রীড়াপ্রেমীরা।
পরে নানা সাজে সজ্জিত হয়ে টগবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ-বেরঙের ঘোড়া। এরপর এ প্রাণীগুলো ছুটে চলে ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতায়।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) বলেন, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এ আয়োজন।