গাবতলীর ছিন্নমুল স্কুলে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে ক্রিড়া প্রতিযোগীতা,পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
মীর জেসান হোসেন তৃপ্তী : বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যেগে ঢাকা মহানগরীর গাবতলীর ছিন্নমুল স্কুলে বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া প্রতিযোগীতা,পুরুস্কার বিতরনী, শিশুদের মাঝে বই ও খাবার বিতারন এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি স্বাগত বক্তব্যে বলেন,আমরা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে চলেছি, সকলের সহযোগিতা পেলে এর ধারাবাহিকতার আরো উন্নতি করার চেষ্টা করব। এ সময় তিনি আরো বলেন,১৬ ডিসেম্বার বিজয় দিবসে হতদরিদ্র পথ শিশুদের মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করছি। এই শীতে পথ শিশু ও ছিন্নমুল মানুষের সহযোগীতায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপুল কুমার সাহা ঢাকা বিভাগীয় সমাজ সেবার সহকারী পরিচালক ঢাকা। এ সময় তিনি বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ এর নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিশুরা জাতির ভবিষ্যত। বিশেষ করে পথ শিশুদের রক্ষা করা সমাজের নৈতিক দায়ীত্ব ও কত্বব্য। আমাদের খেয়াল রাখতে হবে এ সব শিশুরা সমাজ ও রাষ্ট্রের বোঝা হিসাবে জীবনভর অবহেলিত যেন না হয়। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের সিনিয়র রিপোর্টার ও গাবতলী বাস স্ট্যান্ড হাব সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, ঢাকা সিটি কর্পোরেশনর হাবের নির্বাহী সদস্য মোফাজ্জেল হক,সালমা সুলতানা মনিটারিং অফিসার, রাতুল ইসলাম শিশির বিভাগীয় সমন্বয়ক, এস এম রুবেল রানা শিশু সুরক্ষা সমাজকর্মী, সিএসপি বি প্রকল্প, ফেস টু, মাকসুদা আক্তার, হাফ ফ্যাসালীটর গাবতলী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সমাজকর্মী,মোঃ আনার সিদ্দিকী, মোঃ মুজাহিদ হোসেন শিক্ষক, বাংলাদেশ মেম্বার এসইসিনের সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ ভূমি গৃহগীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো: আজার আলী, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী , দপ্তর সম্পাদক মোঃ জুয়েল খান, প্রমূখ। এসময় ক্রিড়া প্রতিযোগিতাযর মোরগ লড়াই বালকে প্রথম স্থান অধিকার করেছেন মোঃ আরাফাত হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ জীবন, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ সাফায়েত, মোরগ লড়াই বালক ছোট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ রাকিব, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ শাকিল, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ মোসাব্বির, বিস্কুট দৌড়ে বালিকা বড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন খাদিজা, দ্বিতীয় স্থান অধিকার করেন শিখা, তৃতীয় স্থান অধিকার করেন মোহনা, বিস্কুট দৌড়ে বালিকা ছোট এ- প্রথম স্থান অধিকার করেন বর্ষা, দ্বিতীয় স্থান অধিকার করেন কুলসুম, তৃতীয় স্থান অধিকার করেন জান্নাত, চেয়ার সেটিং বালিকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কুলসুম, দ্বিতীয় স্থান অধিকার করেন সামিয়া, তৃতীয় স্থান অধিকার করেন মোহনা, বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করেন ফাহিম, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ সাফায়েত, তৃতীয় স্থান অধিকার করেন কুলসুম, এছাড়া হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ আরিফ হোসেন বুলেট। এ সময় ৭০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে দেড় শতাধিক পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ববধায়নে ও যাবতীয় ব্যায় করেন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ এর নেতৃবৃন্দ।
বিঃ দ্রঃ দয়া করে সংবাদটি আপনার পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করছি।