২২ টা ০ মিনিট, ১৩ অক্টোবর ২০২৪
চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি প্রদীপ কুমার বিশ্বাস
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই খোঁজ নেই মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজের।আত্মগোপনে থাকা এই শিল্পী রোববার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গানের ভিডিও নিয়ে হাজির হন।
এতে মমতাজ, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন।
গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। বেশিরভাগ মন্তব্যই নেতিবাচক। তবে দু-একজন ইতিবাচক মন্তব্যও করেছেন। কেউ জানতে চেয়েছেন, কোথায় আছেন আপনি? দেশেই আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন?
আরও পড়ুন: ৬ বছর প্রেমের পর বিয়ে শিরিন শিলার, পাত্র কে?
কেউ আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরে মন্তব্য করেছেন। যদিও কিছু ভক্ত রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে কণ্ঠশিল্পী মমতাজকে আবারও গানের জগতে ফিরে পেতে চেয়েছেন।
ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি প্রদীপ কুমার বিশ্বাস