বাবুল রহমান রবিন -গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম দূর্নীতির বিভাগীয় তদন্তসহ অপরাধীদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা বাম প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের আয়োজনে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা নেতা মনজুর আলম মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রাব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মণ, সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক নওশাদুজ্জামান নওশাদ, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি আশরাফ আলী, বাসদ জেলা সদস্য সচিব শুকুমার মোদক, সিপিবির জেলা সদস্য এমদাদুল হক মিলন, বাসদ মার্কসবাদীর জেলা সদস্য রাহেলা সিদ্দিকা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সংগঠক কনক রায়, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সদস্য জুয়েল মিয়া, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া, ভুক্তভোগী তাপস রায় প্রমুখ।
বক্তাগণ সংক্ষিপ্ত বক্তব্যে, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনে অতিরিক্ত টাকা আদায়, জাল দলিল, টাকার বিনিময়ে ভলিয়ম ও বালাম বই ছিঁড়ে ফেলা, একই পে-অর্ডার দাখিল করে একাধিক দলিল সম্পন্ন করার মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগের অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে
ক্ষতিগ্রস্ত ক্রেতাদের ক্ষতিপূরণ এবং জাল দলিল হওয়া জমির আসল দলিল ক্রেতাকে বুঝিয়ে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সমিতির নামে অতীতে উত্তোলনকৃত সকল টাকা ফিরিয়ে দেয়াসহ অবৈধভাবে টাকা আদায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দলিল রেজিস্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় বন্ধ করাসহ অতিরিক্ত টাকা আদায়কারীদের শাস্তিরও দাবি জানান।
সমাবেশ শেষে, সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম দূর্নীতির বিভাগীয় তদন্তসহ অপরাধীদের বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।