গাইবান্ধার সাঘাটা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর দুইজনের মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভরতখালী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
যৌথ বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সমাবেশে বক্তারা বলেন, অভিযানে আটককৃতদের সারারাত নির্মম নির্যাতন করা হয়েছে। তার ফলেই দুইজনের মৃত্যু হয়েছে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেন, এমন কর্মকাণ্ড আমরা স্বৈরাচারি শেখ হাসিনার শাসনামলেও দেখেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী যে কাউকে আটক করতে পারে। কিন্তু বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড চালাতে পারে না। আমরা এ দুইজনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছি।
সমাবেশে এলাকাবাসীর পক্ষে তাহসিনা এ্যানি, সুজা উদ্দৌলা সুজা, শামসুল আলম, সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু ও ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপসহ আরও অনেকে বক্তব্য দেন।
এর আগে, গেল সোমবার রাতে অভিযান চালিয়ে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইটসহ ৫ জনকে আটক করে যৌথ বাহিনী। পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল নামে একজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালে সোহরাব হোসেন আপেল নামে অপরজন মারা যান।
রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি