Search for:

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি – বাবুল রহমান রবিন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা প্রেসক্লাব, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শনিবার নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required