দেশের অন্যতম জাতীয় দৈনিক যায়যায়দিন ” এর সহযোগী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়েছে ।
বন্ধুত্ব করি দেশ গড়ি এই মূলমন্ত্র নিয়ে এবং যায়যায়দিন পত্রিকার সাংবাদিক , পাঠক , লেখক ও শুভানুধ্যায়ীদের নিয়ে সমাজের অসংগতি দূরীকরণের , সমাজ সেবামূলক কাজ করতে , জনসচেতনাতামূলক কাজ সহ বিবিধ কাজ করার প্রত্যয় নিয়ে পূর্ণাঙ্গ গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়েছে ।
অদ্য ৪ ফেব্রুয়ারি , ২০২৪ রোজ রবিবার , বিকেল ৪ ঘটিকায় গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার হল রুমে মতবিনিময় সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।
দৈনিক যায়যায়দিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী এ্যাড. সালাউদ্দিন কাশেমের সঞ্চালনায় সভায় পবিত্র কোরান তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর সহ সভাপতি মাসুদার রহমান , এপেক্স ক্লাব গাইবান্ধার সভাপতি মাহাফুজার রহমান, শামসুর রহমান হৃদয় , শুভ দ্বীপ,ডা.ওবাইদুল শেখ , শর্মিলী আক্তার ,শেখ ফরিদ আহমেদ প্রমুখ ।
শফিউল ইসলাম কে সভাপতি ও শামসুর রহমান হৃদয় কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।উক্ত কমিটিতে যারা আছেন তারা হলেন..
সভাপতি- মো:শফিউল ইসলাম
সহ-সভাপতি- মাছুদার রহমান
সহ-সভাপতি-ফয়সাল রহমান জনি
সহ-সভাপতি- একেএম সালাউদ্দিন কাশেম
সাধারন সম্পাদক-মো:শামসুর রহমান হৃদয়
যুগ্ন-সাধারন সম্পাদক-
ওস্তাদ মোহাম্মদ আলী খান
যুগ্ন-সাধারন সম্পাদক-
ডা.ওবাইদুল শেখ
সাংগাঠনিক সম্পাদক-
মো:সাওকাত জ্জামান সৌরভ
অর্থ বিষয়ক সম্পাদক- শর্মিলী আক্তার
দপ্তর সম্পাদক- বাবুল ইসলাম রবিন
সাহিত্য-প্রকাশনা বিষয়ক সম্পাদক-
শুভ দ্বীপ
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক –
সানজিদা আক্তার অর্পিতা
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক –
শাহ্ নেওয়াজ প্রধান অদিত
ক্রীড়া বিষয়ক সম্পাদক- নাফি হাসানাত
শিক্ষা,বিঙান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক -অরুনোভা ইবনাথ অর্পিতা
আন্তজার্তিক বিষয়ক সম্পাদক-
নাজমুস সাদাত চৌধুরী।
প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক- মাইদুল ইসলাম
সন্মানিত সদস্য-
সাজেদুল ইসলাম শুভ
অর্পিতা পাল পূজা
শেখ ফরিদ আহম্মেদ
মো:জুয়েল ইসলাম
মতবিনিময় সভা শেষে চা-আড্ডার মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি করা হয়।