Search for:
গাইবান্ধা জেলা প্রতিনিধি – বাবুল রাহমান রবিন

গাইবান্ধায় মায়ের মৃত্যুর খবরে গাজীপুর থেকে মোটরসাইকেলে বাড়ি আসার পথে ট্রাকচাপায় প্রাণ গেছে দুই বোনের তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।

রোববার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদরের দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার (২২) ও একই এলাকার তার চাচাতো বোন আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮) তারা গাজীপুরে পোশাক শ্রমিকের কাজ করতেন এছাড়া দুর্ঘটনায় নিহত নূপুরের স্বামী মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনরা জানায়, নিহত নুপুরের মা ময়না বেগম রবিবার ভোররাতে অসুস্থতা জনিত কারণে মারা যান। মায়ের মৃত্যুর খবরে নূপুর তার চাচাতো বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামীর মোটরসাইকেলে কর্মস্থল গাজীপুর থেকে গাইবান্ধায় মায়ের বাড়ি যাচ্ছিলেন। পথে বগুড়ার ভবানীপুরে মোটরসাইকেলটি মহাসড়কের উপরে ছিটকে পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বোন নিহত।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!