Search for:
বাবুল রহমান রবিন – গাইবান্ধা জেলা প্রতিনিধি 

গাইবান্ধা সদর উপজেলার একটি পাটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকা মূল্যের পাট পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এমনমি দাবি ক্ষতিগ্রস্থ জহুরুল ইসলাম নামের এ ব্যবসায়ীর মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালের দিকে উপজেলার কামারজনি হাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গোঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে কামারজানির হাটে পাটের ব্যবসা করে আসছিলেন। সেখানে তার গুদামের ভেতর থেকে হঠাৎ করে ধোয়া দেখতে পাওয়া যায়। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জুহুরুল ইসলাম বলেন, আমার পাটগুদামে কীভাবে আগুন লেগেছে সেটি এখনও ঠিক বলতে পারছি না। এ গুদামে ৫ হাজার মণ পাট ছিলো। এর মধ্যে প্রায় ৩০ লক্ষাধিক টাকা মূল্যের পাট পুড়ে গেছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম রেজা নীলু বলেন- খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। সেখানকার ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!