Search for:

 

গাইবান্ধায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগ আয়োজিত এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশ উপলক্ষে আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আওয়ামীলীগ কার্যালয় চত্তরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ অন্যরা।
বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আওয়ামীলীগ সরকার থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এজন্য দেশের সকল মানুষকে এই সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগীতা প্রয়োজন।
বক্তারা বিএনপি-জামায়াতের দেশে অরাজকতা সৃষ্টি ও সকল ধরণের বিরোধীতা আওয়ামীলীগ নেতাকর্মীরা রাজপথে থেকে প্রতিহত করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!