Search for:

খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবার নাম করে, ধরা পরলো দুই আসামী।

আজ ১লা জানুয়ারী বুধবার, ঘটনাটি ঘটে কাঁচরাপাড়া এলাকায়,‌ মালদ্বীপে কাজ করে আকবর শেখের ছেলে, সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকে ছিল, এবং সেই সূত্র ধরেই আকবরকে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবে,। এবং ফ্রডস্টার আফতাব ভরা দিন আর রাজু বিশ্বাসের সাথে যোগাযোগ হয়,

তার আকবরকে বলে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবো, এবং পরিকল্পনামাফিক তারা কাঁচরাপাড়া তে দেখা করে।

এক লক্ষ টাকার বিনিময়ে 557 টি কয়েন ও একটি একশো সৌদি রিয়াল আকবরের হাতে তুলে দেয়, কিন্তু কয়েন হাতে পেয়ে আকবর বুঝতে পারেন, সব কয়েন নয় বরং সেগুলো ছোট ছোট সাইজের টিনের চাকতি, ততক্ষণে চম্পট দেয় ফ্রডস্টারেরা, আকবর ছুটে যায় বিষ্ণুপুর থানায়,

বিজপুর থানাতে অভিযোগ দায়ের করেন আকবর। অভিযোগ জানানো তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় দুজন আসামিকে, আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৪৮ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন ,বেশ কিছু জাল নথিপত্র, টিনের কয়েন তৈরি করার সরঞ্জাম।

আসামিদের মধ্যে আফতাব খরাদির বাড়ি বাংলাদেশে , আগামীকাল তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয় ,বারবার জনগণকে সাবধান করা সত্ত্বেও ফ্রডদের হাতে ঠকছেন, জনগণকে সাবধান হওয়ার আহবান জানান।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা (পশ্চিমবঙ্গ)

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required