খাস জমি দখল করে পার্টি অফিস
ফেসবুকে পোষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে খাস জমি দখল করে ফুলছড়ি উপজেলা বিএনপি’র দলীয় অফিস তৈরির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের প্রতিবাদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উক্ত জমির মালিকেরা। জমির মালিক জহুরুল হক ভান্ডারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল সংলগ্ন উত্তর পার্শ্বে (সোনালী ব্যাংকের সামনে) বুড়াইল মৌজার ৫২৩৪ দাগের জমিটি ভুল বসত ১ নং খাস খতিয়ানে ২ শতাংশ জমি অন্তর্ভুক্ত হয়। যা বি আর এস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে ১ নং খাস খতিয়ান ভুক্ত।
তিনি বলেন, আমাদের ক্রয়কৃত জমির মধ্যে ২ শতাংশ জমি খাস খতিয়ানে থাকায় আমরা ফুলছড়ি সহকারী জজ আদালতে মামলা করে রায় পেয়েছি। রায় পাওয়ার আগে আমরা উক্ত জায়গায় বিল্ডিং করতে গেলে প্রশাসন বাঁধা দেয়। তাই দীর্ঘদিন কাজটি বন্ধ ছিল। বন্ধ থাকা সময়ের মধ্যে আমরা কোর্টের মাধ্যমে আমাদের ক্রয়কৃত জমিটির পক্ষে মহামান্য আদালত তিনটি ডিক্রি প্রদান করেন। গত ৩১ আগষ্ট আলহাজ মোঃ নাহিদুজ্জামান নিশাদ আমার কাছ থেকে
ঘর ভাড়া নিয়ে বিএনপির অফিস করলে অসমাপ্ত কাজ করে দেয়ার জন্য আমরা কাজ শুরু করেছি।
বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়াতে কিছু লোক লেখালেখি করলে সেটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই খাস খতিয়ান ভুক্ত জমিটি আমাদের। এ জমি নিয়ে যদি কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।