Search for:

#কোথায় যেন দেখেছি তারে-

ছুঁই ছুঁই বর্ষণের ডুবু ডুবু জলে-
মনে পড়ে নির্জনতায় আধার রাতে;
কখনো বা প্রখর রৌদ্র আর ক্লান্ত পথে।
কোথায় যেন দেখেছি তারে?

সেই সুনামি-আইলার তান্ডব-সাইক্লোনে;
মনে পড়েও পড়ছে না কেন এই মনে।

ক্ষুধার্ত চাহনিতে অসহায় অনাথ পথিক হ’য়ে ,
কখনো বা বিলাসদের ভোজ সভায় আর মসলিসে।
কোথায় যেন দেখেছি তারে?

মাথায় বাঁধা রক্তমাখা লাল-সবুজ কাপড়ে;
কখনো বা মাতৃ কুলে নব শিশুর জন্মে।
কোথায় যেন দেখেছি তারে?

তাহলে কি দেখেছি তারে আততায়ীর হাতে;
রাজনীতির ঐ দুর্ভাগা গণতন্ত্রের হাহাকার আর আর্তচিৎকারে।
কোথায় যেন দেখেছি তারে?

#বিনয় দেবনাথ।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required