#কেউ কথা শুনলো না#
বিনয় দেবনাথ –
হাজার বছর ধরে পথ বয়ে চলছি সবার দ্বারে দ্বারে জগতের মানুষের সুখ-শান্তির আশায়–
ঈশ্বরের কাছে গিয়ে জগতের মানুষের সুখ-শান্তির জন্য কৃপা প্রার্থনা করেছিলাম –
ঈশ্বর বললেন” এটা আমার কাজ নয়” তুমি তেজস্বী জ্যোতিষ্ময় আলো ও গ্রহদের কাছে যাও।
আমি প্রথমে সূর্যের কাছে গিয়েছিলাম এবং সূর্যকে বললাম – হে সূর্যঃ- তোমার সৃষ্টিতে অতি উত্তাপে গরিব নিরীহ মানুষেরা খুব কষ্ট পায় ” তুমি উত্তাপ কমিয়ে এই নিরীহ গরীব মানুষদের সুখ-শান্তিতে থাকতে দাও।
সূর্য আমার কথা শুনলো না ।
তারপর আমি চন্দ্রের কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম – হে চন্দ্রঃ- তোমার ভৌতিক চন্দ্রগ্রহণের ফলে চোখের দৃষ্টি সহ অসুখ-বিসুখে নিরীহ মানুষেরা খুবই কষ্ট পায় ” তুমি এই ভৌতিক চন্দ্রগ্রহণ উঠিয়ে নিয়ে নিরীহ মানুষদের সুখ শান্তিতে থাকতে দাও।
চন্দ্র আমার কথা শুনলো না।
একইভাবে প্রায় সব তেজস্বী জ্যোতিষ্ময় আলো ও গ্রহের কাছে গিয়েছিলাম।
কেউ আমার কথা শুনলো না।
পরিশেষে আমি পৃথিবীগ্রহের কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম – হে পৃথিবীঃ- তোমার পৃথিবীর প্রকৃতিতে খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ সবকিছু দিয়ে কৃষক, শ্রমিক, গরিব মানুষদের সুখ- শান্তিতে থাকতে দাও।
পৃথিবীও আমার কথা শুনলো না।
সব যেন ভ্রষ্ট
মনে বড় কষ্ট
#কেউ কথা শুনলো না।।