কবিতা
শিরোনাম:-পকেট কাঁটা
অজিত কুমার সিংহ
১১/১০/২৪ ইং।
সপ্তমীর ভোরে কার্তিক আর গনেশ
গুলিস্তানের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল
ঢাকেশ্বরী মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্যে।
ওরা হাঁপাতে হাঁপাতে গিয়ে পৌঁছল মন্দিরে।
মাকে প্রণামী দেওয়ার জন্যে পকেটে
হাত ঢুকাতেই জিভ দিয়ে
দাঁত কাটল ওরা।পকেট কাঁটার কারণে
ওরা দূর্গতিনাশিনীকেং দিতে পারল না প্রণামী।
কমলগঞ্জ, মৌলভীবাজার।