কলমেঃ-অজিত কুমার সিংহ
তারিখঃ-১০/১০/২৪ইং।
শরৎ এসেছে ধরণীতে
মার আগমনী বার্তা নিয়ে।
মার আগমনী বার্তা পেয়ে
পথের ধারে, নদীর পাড়ে
আনন্দে কাশফুল ফুটেছে।
মা এলে ধরণীতে প্রকৃতি
তাকে শিউলি ফুলের
মালা গলায় দেবে পড়িয়ে।
মার আলতা পড়া রাঙা পা
দুর্বাঘাস দেবে ধুয়ে
শিশিরের জলে।
দুর্বাঘাসের ডগায় মার
পদচিহ্ন থাকবে চির অম্লান হয়ে।
কমলগঞ্জ, মৌলভীবাজার।