Search for:
কলমে: বিনয় দেবনাথ

আবার এসো মা-

মায়ের আজ যাবার দিন।

আবারও কাল থেকে মায়ের রুটিন মাফিক জীবন;

ভালোই কেটেছিল পূজার কটা দিন খুব আনন্দে –

শারদ উৎসবের আজ শেষ দিন।

পড়ে আছে নবমীতে মনটা এখনো;

চিরকালের মতো ধরে রাখতে চেয়েছে নবমী নিশিতা।

কিন্তু- দিনপঞ্জিকায় বলছে দশমী পড়ে গিয়েছে;

চলে যাবেন মা পিতৃ গৃহ ছেড়ে কৈলাসে।

দিনের শেষ বেলায় হলো সিঁদুর খেলা;

ঢাকের আওয়াজ এখনো কানে বাজে।

মোবাইল ফোনে ও ফেসবুকে আসে শুভেচ্ছা প্লাবন-

তবুও সব ছাপিয়ে মনের মধ্যে বিসর্জনের সুর।

মাগো এই তো এলে এর মধ্যে তোমার ঘরে ফিরার পালা;

অশ্রু জলে বিদায় মালা।

তোমার আশীর্বাদের হাত যেন ভুলিয়ে দেয় মাগো দুঃখ দুর্দশা।

আসছে বছর সবার মধ্যে হাসি দিতে আবার এসো মা।।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required