Search for:

#কথা ছিল-

কথা ছিল-পড়ন্ত বিকেলে উষ্ণ রোদে বারান্দায় পা ঝুলিয়ে বসে চা খাবো আর গল্প করবো।

কথা ছিল-
তারপর হাতে হাত রেখে হারিয়ে যাবো সুনীল দিগন্ত;
আর পাশাপাশি হেঁটে হেঁটে ছুঁয়ে বেড়াবো।

কথা ছিল-
কোন একদিন যাবো থিরু নদীর পাড়ে;
নৌকায় পালতোলা মাঝ নদীতে হেঁড়ে গলায় গান শুনবো আর- হরিণ চোখে তাকিয়ে থাকবো।

কথা ছিল –
কোন এক বাদলা দিনে আসবে তুমি নীল শাড়ি পড়ে
তারপর একসাথে দুজন বৃষ্টিতে ভিজবো; আর চুপ করে জড়িয়ে ধরে থাকবো।

কথা ছিল –
যে কথা বলিনি কোনদিন কখনো আগে;
সে কথা অনায়াসে বলবো তোমায় কানে কানে-
আমি ভালোবাসি তোমাকে;
আর মুচকি হাসিতে হাসবো।

 

 

কথা ছিল-
তুমি আমি একসাথে বৃদ্ধ হবো;
কালো চুল সাদা হবে,
শরীরের চামড়ার ভাঁজে যৌবন লুকাবে;
তারপর জটিল রোগে একসাথে হাসপাতালে যাবো;
সাদা ধবধব বিছানায় পাশাপাশি একসাথে চোখে চোখ রেখে ভাববো;
সে ভাবনা আর হলো কোথায়?
এই তো আমাদের জীবন, যা ছিল।

কিন্তু- কথাগুলো শুধু কোথাই থাকলো।

#বিনয় দেবনাথ।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required