সাভার থেকে নাজামুল হাসানঃ
বাজার সেতো মহা দামি জিনিষ! একজন মানুষ বাচতে হলে প্রয়োজন ৫ টি মৌলিক চাহীদা। তার মধ্যে অন্যতম হল খাদ্য! বাজার করতে গেলে বুকে কতটা কষ্ট লাগে তা জানে শুধু মধ্যপরিবার। একজন রিক্সা চালক দিন ইনকাম করে প্রায় 7/8 শত টাকা।।
উল্যেখিত গাজরটির ওজন ১৬০গ্রাম, তার মূল্য যদি হয় ৬০ টাকা তাহলে বাঙ্গালী খাবে কি। নিত্য প্রযোজনীয় খাবার তাালিকায় থাকে আলু, পিয়াজ, মরিচ, চাল, ডাল, তৈল, মসলা, ডিম, মাছ, মাংস। ভেবে দেখেন মাসে চাককুরী করে যে ব্যেক্তি বেতন পায় ১৮০০০/- সে মাসে রুম ভাড়া দেন ৩০০০টাকা, আনুষাঙ্গিক মাসিক খরচ-৩০০০/- সন্তানের পড়া লেখা খরচ ৫০০০/- বাকী রিইল ৭০০০/- টাকা। এখন বলুন তিন জন ব্যাক্তির পরিবারে চাল লাগে মাসে ৩০কেজি যার মূল্য ১৭০০ টাকা, কাচাবাজার লাগে দৈনিক ৫০০/- কারন ১/৪ কেজি বা ১ পোয়া কাচা মরিচ ১০০ টাকা হলে সেটাই লাগে। মাস শেষে দেখা যায় ঐ রোকটিকে আরো বাড়তি ৫হাজার টাকা ধার করতে হয়।
তাহলে কি দাড়ালো দুইটি মাত্র মৌলি চাহীদা পুরনে ৫০০০ টাকা ধার করতে হয় আর বাকী তিনটি মৌলিক চাহীদা ভাবনার বাহিরে!
কাউকে বলার মতো রাস্তাও নাই তাই নিরবে কেদে দিন কাটানোই ভাল!!
আমার সোনার বাংলাদেশে জীবন কিভাবে বাঁচবে এর উত্তর আমার জানা নাই!!
আপনাদের জানা থাকলে আমাদের পেইজে কমেন্ট করে জানান……………………………….