স্টাফ রিপোর্টারঃ আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম সিদ্দিককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সাভার উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
গত ৮ জানুয়ারি আশুলিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম সিদ্দিক যোগদান করেন। ১১ জানুয়ারি (শনিবার) নতুন ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সাভার উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব-ডাঃ জয়; সাভার থানা গণঅধিকার পরিষদের আহ্বায়ক-শহিদুল ইসলাম; ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক-আরিফ আহমেদ; সাংগঠনিক সম্পাদক-রাশেদ কবির; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- রকিবুল হাসান রাকিব; যুগ্ম সাধারণ সম্পাদক-ফারুক রোহানি; ঢাকা জেলা উত্তর শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক-ফরিদুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক- ফারুক মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বলেন- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সাভার আশুলিয়ার সর্বস্তরের মানুষের সাথে হাতে হাত রেখে আমরা কাজ করতে অঙ্গীকারবদ্ধ। সেক্ষেত্রে আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসা কামনা করছি।
অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম সিদ্দিক বলেন, দেশ ও জনগণের স্বার্থে আমি সকল দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবা করতে চাই। তিনি আরো বলেন, যেকোনো ভালো ও জনকল্যাণমূলক কাজের জন্য সর্বদা প্রস্তুত আছি।