#আবার কবে হবে দেখা-
তোমাকে যখন আমি বললাম;
আবার কবে হবে কথা ?
বললে তুমি;
জানিনা।
ঠিকই বুঝেছিলাম;
হয়তো বা কখনো তোমার আর আমার সাথে কথা হবে না।
তোমাকে যখন বললাম আমি;
আবার কখন হবে দেখা?
বললে তুমি-
সেটা জানিনা।
কিন্তু- ঠিকই আমি বুঝেছিলাম,
তোমার আমার আর দেখা হবে না।
কারণ?
কারণ- তুমি এক নতুন ঠিকানা পেয়েছো।
আমি দেখেছি তোমার বদলে যাওয়া;
দেখেছি একজন মানুষ কিভাবে বদলে যায়;
নিছক অতীত সবকিছুই ভুলে যায়।
কিন্তু- আমি কিছুই বলিনি।
যখন আমি আকাশ পানে চেয়েছি;
মনে হয়েছে- আমি এক বিশাল গহবরে তাকিয়ে যাচ্ছি।
তোমার চলে যাওয়া দেখেছি;
আর আমি দেখে দীর্ঘশ্বাস ফেলেছি।
বহুকাল পরে আজ তুমি যখন এলে;
জানলাম তুমি ভালো নেই।
এখন কেবলই মনে হয়েছে-
তবে কি আসলেই সত্যিই তুমি ভুলতে পারোনি আমাকে?
হায়রে জীবন………..
#বিনয় দেবনাথ।