২৮ শে মার্চ, মঙ্গলবার, সকালে বেলুড়মঠ দর্শনে এলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ,মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ের কিছুটা আগেই আটটা ৪৬ মিনিট নাগাদ বেলুড় মঠে প্রবেশ করেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা,। রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ, সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ মহারাজ, রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ,হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রবীর কুমার ত্রিপাঠি, রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মূলত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনে এই বেলুড় মঠে আসেন রাষ্ট্রপতি, তিনি এদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মূল মন্দির, মা সারদা দেবীর মন্দির, স্বামীজীর গৃহসহ, ব্রহ্মানন্দজীর মন্দির, মঠের ব্যাটারি চালিত টোটো তে করে পরিদর্শন করেন, পাশাপাশি অধ্যক্ষ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন, বেলুড় মঠের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূজার ফুল, প্রসাদ, মা সারদা দেবীর পূজিত সাল ,শাড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও ঠাকুর মা সারদা এবং স্বামীজির উপর লেখা বই উপহার স্বরূপ তুলে দেওয়া হয়।
সকাল নটা ১৭ মিনিট নাগাদ বেলুড় মঠ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি। বেলুড় মঠ সফর উপলক্ষে হাওড়ায় নিরাপত্তাকে জোরদার করা হয় ,মঙ্গলবার সকাল থেকেই বেলুড় মঠ যাবার বিভিন্ন যানবাহনকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়, বেলুড় মঠ যাবার বাড়ির রাস্তায় প্রতিটি পয়েন্টে করা পুলিশি নজরদারি ছিল……….।